ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ঢাউসিকের

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ঢাউসিক)। মিরপুরের মাজার রোড, বেড়ীবাঁধ এবং ছোট দিয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে এই অভিযান। অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ২০০টি অস্থায়ী সেমিপাকা, টিনশেড দোকান, সীমানা প্রাচীরসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২৫ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়। তাছাড়া সড়কে বাঁশ ফেলে রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ৩টি বাঁশের আড়তকে ৩টি পৃথক মামলায় সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানের পূর্বে মাইকিং করার ফলে অনেক অবৈধ দখলকারীদের অনেকেই তাদের অবৈধ স্থাপনা পূর্বেই সরিয়ে নেয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাউসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে অন্যান্যের মধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ উপস্থিত ছিলেন।

অবৈধ স্থাপনার বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয় ঢাউসিকের পক্ষ থেকে।

//এস এইচ এস//