ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

বিকল্প ধারাকেই সম্পৃক্ত করতে পারলেন না, জনগণকে কিভাবে পারবেন:মাহী

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

বিএনপি-গণফোরাম ও নাগরিক ঐক্য নিয়ে গঠিত নতুন জোট জাতীয় যুক্তফ্রন্টে বিকল্প ধারাকে সম্পৃক্ত করতে না পারায় জোটটির নেতা ড. কামাল হোসেনের সমালোচনা করেছেন মাহী বি. চৌধুরী। বলেছেন, এই জোটে বিকল্প ধারাকেই তো সম্পৃক্ত করতে পারলেন না, জনগণকে কিভাবে সম্পৃক্ত করবেন?

সরকার বিরোধী জাতীয় ঐক্য প্রক্রিয়ায় শুরু থেকে থাকা বদরুদ্দোজা চৌধুরী ও তার দল বিকল্প ধারাকে বাদ দিয়ে গঠিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর সমালোচনা করে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিকল্প ধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বলেন, ঐক্যফ্রন্ট জাতিকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাতে শুরুতেই ব্যর্থ হয়েছে।

মানুষ রাস্তায় নামবে, মানুষ অস্ত্রের মুখে এসে দাঁড়াবে, জীবনের ঝুঁকি নেবে, গুলি খেয়ে মরে যাবে, তারপরে আওয়ামী লীগের জায়গায় আবার নতুন বিএনপি সরকার গঠন করবে এককভাবে আবার স্বেচ্ছাচার চলতে থাকবে, দুঃশাসন চলতে থাকবে মানুষ কেন তাহলে সেই ঝুঁকি নেবে?

এই জায়গায় আমরা বার বার বলছি মানুষকে স্বপ্ন দেখাতে হবে, সত্যিকারের স্বপ্ন দেখাতে হবে।

মাহী বি চৌধুরী আরও বলেন, আমরা যে ক্ষমতার জন্য এবার রাজনীতিটা করছি না সেই জিনিসটা পরিষ্কার করতে হবে। সেটা পরিষ্কার না করতে পারলে জনগণকে সম্পৃক্ত করবেন কী করে? বিকল্প ধারাকেই তো সম্পৃক্ত করতে পারলেন না!

/ এআর /