ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ক্যান্সারে আক্রান্ত রেহানা জলি

বোনদের মানুষ করতে গিয়ে নিজের সংসার আর হলো না

প্রকাশিত : ১১:২০ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:০৪ এএম, ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রেহানা জলি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তিনি তার চিকিৎসায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর নিকট সাহায্যে কামনা করেছেন। রেহানা জলি প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় করতে করতেই পার করে দিয়েছেন পুরো জীবন। বাবা মারা যাওয়ার পর ১২ বছর বয়সেই চার বোন আর মায়ের দায়িত্ব নেন রেহানা জলি। ছোট বোনদের কথা ভেবে নিজের সংসারের কথা আর কখনো ভাবেননি। অভিনয়ের আয় দিয়েই প্রত্যেকের জীবনকে আলোকিত করে তুলেছেন।   

শেষ বয়সে এসে মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকের মনও জয় করে নেন রেহানা জলি। নিজের অসুস্থতা নিয়ে রেহানা জলি বলেন,‘আমি দীর্ঘ দিন থেকে অসুস্থ। আমার বোনেরা আমাকে সাধ্যমত সহযোগিতা করছে। আমি চাই, আমার জীবনের এ কঠিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মমতার হাত আমার দিকে বাড়িয়ে দেবেন। ’

তিনি বলেন, ‘আমার ফুসফুসে ক্যান্সার হয়েছে। সেখান থেকে ইনফেকশন হয়ে মেরুদণ্ডেও সমস্যা শুরু হয়েছে। প্রায় দেড় বছর হয়ে গেল, অভিনয় করতে পারছি না; বাসাতেই থাকি। আমার বোনদের সহযোগিতায় চিকিৎসা করছি। তবে চিকিৎসার ব্যয়ভার বহন করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।’

রেহানা জলির ছোট বোন লাইজু আক্তার বলেন, ‘আমার বোন আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছেন। ঠিকমত তার চিকিৎসা করানো গেলে বোন সুস্থ হয়ে উঠবেন। আমরা এখন আপাকে বাঁচাতে সাহায্য চাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাই। তিনি নিশ্চয় এগিয়ে আসবেন।’

রেহানা জলি ১৯৮৫ সালে কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পথ চলা শুরু করেন। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জলি। তারপর নায়িকা হিসেবে ‘নিষ্পাপ’, ‘বিরাজ বৌ’, ‘প্রেম প্রতিজ্ঞা’সহ ৩৫টি চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেন।  

বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে ধুঁকে ধুঁকে পার করছেন তার জীবন। সময়ের পরিক্রমায় এখন কিছুটা নিঃস্ব। স্নেহময়ী হাসিটা এখন আর দেখা যায় না জলির মুখে। যে অভিনয় ছিল জীবনের অংশ সে অভিনয় থেকে এখন চলে গেছেন অনেক দূরে।     

এসি