বিআরটিসি বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল
প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৩১ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ০৬:০৮ পিএম, ৩১ আগস্ট ২০১৬ বুধবার
আগামীকাল বুহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিআরটিসি বাসের আগাম টিকিট বিক্রি। এবার যাত্রীর চাপ সামাল দিতে রাজধানীর গাবতলী ও মহাখালি থেকে ৪শ স্পেশাল বিআরটিসি বাস ছাড়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে সচিবালয়ে সংশোধিত এসটিপি বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, তাৎক্ষনিক চাপ সামাল দিতে ঈদের আগের দিন রাজধানীতে ৫০টি, সাভার, নবীনগর ও চন্দ্রায় ৩০টি বাস রাখা হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ১হাজার রোভার স্কাউট বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক ও পশুর হাটে দায়িত্ব পালন করবে। ফিটনেস বিহীন গাড়ীতে পশু পরিবহন করা যাবে না বলেও জানান তিনি।