নতুন ভ্যাট ও কাস্টমস আইন আরও বেশি কার্যকর
প্রকাশিত : ০৬:২১ পিএম, ৩১ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ০৬:২১ পিএম, ৩১ আগস্ট ২০১৬ বুধবার
নতুন ভ্যাট ও কাস্টমস আইন বাস্তবায়নে প্রচলিত কাঠামো ভেঙ্গে আরও বেশি কার্যকর হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
বুধবার রাজধানিতে ভ্যাট ও সম্পূরক শুল্ক বিষয়ে এক প্রশিক্ষন কর্মশালা শেষে এ কথা বলেন তিনি। নজিবুর রহমান বলেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়নে বিভাগীয় ও জেলা শহরগুলোতে এফবিসিসিআইকে নিয়ে প্রশিক্ষন কর্মশালা করা হবে। পাশাপাশি এনবিআরএর সাংগঠনিক কাঠামোতেও আনা হবে বড় পরিবর্তন। পাশাপাশি অর্থপাচার বা কর ফাকির ক্ষেত্রে আরও কঠোর হবে এ সংস্থা।