ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ব্রিটনির ২০ বছর

প্রকাশিত : ১২:২২ পিএম, ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার

জনপ্রিয় মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। ক্যারিয়ারের ২০ বছর অতিক্রম করলেন তিনি। ‘বেবি ওয়ান মোর টাইম’ শিরোনামে গানটি দিয়ে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন ব্রিটনি। গানটি আমেরিকার বিলবোর্ড টু হান্ড্রেড-এ এক নম্বরে ছিল। একই সঙ্গে এটি রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা থেকে দু-বার প্লাটিনাম সার্টিফাইড হয়েছে। এছাড়াও অ্যালবামটি ১৫টি দেশের টপচার্টে ছিল এবং ১ বছরে ১০ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। এটাই কোনো টিনএজ আর্টিস্টের ১ বছরে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম।
ক্যারিয়ারের ২০ বছর অতিক্রম করে আবেগী এক লেখা টুইট করেছেন ব্রিটনি। টুইটে তিনি লিখেছেন, ‘ক্যারিয়ারের প্রথম গান রিলিজ হওয়ার দিনটির কথা মনে হলে আজো বিস্মিত হয়ে যাই। সেদিন পুরোবিশ্ব আমার গান শুনেছে। এরপর আরো অনেককিছু ঘটেছে। ভক্তদের ধন্যবাদ প্রথমদিন থেকে আমার পাশে থাকার জন্য। আপনাদের সমর্থনই আমার জন্য সবকিছু। ভালোবাসি সবাইকে।’
ব্রিটনি আরও বলেন, ‘২০ বছরের পথচলাটা সহজ ছিল না। অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে নিজের স্বপ্ন গান নিয়ে এতগুলো দিন পার করলাম।’

এসএ/