ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

পোস্তগোলা ব্রিজ রণক্ষেত্র

মন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার | আপডেট: ০২:২৮ পিএম, ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার

 

টোল বাড়ানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে রাজধানীর পোস্তগোলা ব্রিজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় পুলিশের গুলিতে একজন ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জন। এছাড়াও শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার সকাল থেকে প্রায় ৪ ঘণ্টা শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষের পর পোস্তগোলা ব্রিজে যানচলাচল শুরু হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু উপস্থিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে পুলিশ ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর টোল নেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। ফলে দুপুর ১২টার দিক থেকে যানচলাচল শুরু হয় এই সেতুতে। তাই আপাতত কোনও যানবাহনের কাছ থেকে এই সেতু পারাপারের জন্য কোনও ধরনের টোল সংগ্রহ করা হচ্ছে না।

তবে এখনও পোস্তগোলা ব্রিজ এলাকায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। শ্রমিকরাও অবস্থান নিয়ে আছেন ওই এলাকায়।

জানা গেছে, শুক্রবার সকাল ৮টায় পোস্তগোলা ব্রিজে টোল বাড়ানোকে কেন্দ্র করে টোল প্লাজায় কর্মরতদের সঙ্গে ট্রাক শ্রমিকদের কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ এ সংঘর্ষ থামাতে গেলে তাদের ওপর চড়াও হয় শ্রমিকরা। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুঁড়তে শুরু করে পুলিশ। পুলিশের গুলিতে একজন ট্রাকচালকের মৃত্যু হয়েছেন। এর বাইরে একজন ভিক্ষুক ও একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন।

শ্রমিকরা জানাচ্ছেন, পোস্তগোলা ব্রিজে আগের ট্রাকের টোল ছিল ৩০ টাকা। কিন্তু গত ২২ অক্টোবর সেই টোল বাড়িয়ে করা হয় ২৪০ টাকা। হঠাৎ করে এত বেশি টোল বাড়ানোয় তারা বিপাকে পড়েছেন। অবিলম্বে এই টোল কমিয়ে আনার দাবি জানান তারা।

একে//