প্রথম বলেই লিটনকে হারিয়ে চাপে বাংলাদেশ
প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথম বলেই লিটন দাসকে হারিয়ে চাপের মুখে পরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের দেওয়ার ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশকে ইনিংসের প্রথম বলেই হারাতে হয় নিজেদের প্রথম ব্যাটসম্যানকে।
চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৮৬ রানের বড় সংগ্রহ পায় সফরকারীরা। তবে ব্যাটিং এর শুরুটা মোটেও ভালোভাবে করতে পারেননি ব্যাটসম্যান।
চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে দলকে ১৪৮ রানের জুটি এনে দেওয়া এবং অভিষেক অর্ধশতক করা লিটন দাস আজকের ম্যাচে বিদায় নেন ‘গোল্ডেন ডাক’ মেরে। জিম্বাবুয়ের কাইল জার্ভিস এর প্রথম বলেই এলবিডব্লিউ এর ফাঁদে পরেন লিটন। অবশ্য রিভিউ চাইলেও টিভি আম্পায়ের সিদ্ধান্ত আসেনি তার পক্ষে।
এদিকে আগের দুই ম্যাচেই শূণ্য রান করা ফযলে রাব্বির বদলে ঢাকা থেকে নিয়ে একাদশে রাখা হয়েছে সৌম্য সরকার। ইনিংসের আরেক ওপেনার ইমরুল কায়েসকে সাথে নিয়ে ব্যাট করছেন তিনি।
৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ২৪ রান।
//এস এইচ এস//