অ্যামোনিয়া ট্যাংকের সুরক্ষা যন্ত্র অকেজো থাকায় বিস্ফোরণ ঘটে
প্রকাশিত : ০৭:০৯ পিএম, ৩১ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ০৭:০৯ পিএম, ৩১ আগস্ট ২০১৬ বুধবার
চট্টগ্রামের আনোয়ারায় ড্যাপ প্ল্যান্টে অ্যামোনিয়া ট্যাংকের নিরাপত্তার জন্য থাকা পাঁচ ধরণের সুরক্ষা যন্ত্রের সবগুলো অকেজো থাকায় বিস্ফোরণ ঘটে। এ’জন্য ড্যাপের দুই উর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বে অবহেলাকে দায়ী করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। তাদের শাস্তির সুপারিশ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন তদন্ত রিপোর্ট প্রকাশ করে এ’তথ্য জানান।
চট্টগামের আনোয়ারায় অ্যামোনিয়া ট্যাংক বিস্ফোরণের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ উপলক্ষে জেলা প্রশাসন মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রিপোর্টে অ্যামোনিয়া ট্যাংক বিস্ফোরণের জন্য পাঁচটি কারণ চিহ্নিত করা হয়েছে। জেলা প্রশাসক জানান, ট্যাংকের তাপমাত্রা কমানোর জন্য কুলিং সিস্টেম, গ্যাসের চাপ মাপার প্রেসার গজ, প্রেসার ভেন্টসহ পাঁচ ধরণের সুরক্ষা যন্ত্রের সবগুলোই দীর্ঘদিন ধরে নষ্ট ছিল। নিরাপত্তার যন্ত্রপাতি নষ্ট ও বন্ধ থাকায় মাত্রাতিরিক্ত গ্যাসের চাপে ট্যাংকটি বিস্ফোরিত হয় বলে রিপোর্টে বলা হয়েছে।
ট্যাংকের নিরাপত্তা সিস্টেম নষ্ট থাকার জন্য ড্যাপের উপ প্রধান প্রকৌশলী দিলীপ কুমার বড়–য়া এবং জি এম নকিবুল ইসলামের দায়িত্ব পালনে অবহেলাকে দায়ি করা হয়েছে। তাদের চাকরি থেকে প্রত্যাহার এবং ক্ষতি পূরণের কথা বলা হয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটির রিপোর্টে।
গত ২২ আগস্ট চট্টগ্রামের কর্ণফুলী থানার আনোয়ারা এলাকায় ডাই অ্যামোনিয়াম ফসফেট ড্যাপ-১ কারখানায় অ্যামোনিয়া ট্যাংক বিস্ফোরিত হয়ে প্রায় সাড়ে তিনশ টন অ্যামোনিয়া ছড়িয়ে পড়ে।