জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ
প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:২৩ এএম, ২৭ অক্টোবর ২০১৮ শনিবার
তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে। ওয়ানডেতে আগের দুই ম্যাচ জিতেই বাংলাদেশ সিরিজ জয় করে। আর আজ শুক্রবার সাত উইকেটে জেতে হোয়াইটওয়াশ করলো জিম্বাবুয়েকে বাংলাদেশ। ইমরুল কায়েস ও সৌম্য সরকারের সেঞ্চুরিতে সহজ জয় পায় টাইগাররা। প্রথম ব্যাট করে জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইএকট হারিয়ে ২৮৬ রান করে। জবাবে জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে। প্রথম বলেই লিটন দাশকে হারায় বাংলাদেশ। পরে সৌম্য সরকার ও ইমরুল কায়েসের রেকর্ড জুটিতে সহজ জয় পায় বাংলাদেশ। এই জয়ে সৌম্য সরকারের ৯২ বলে ১১৭ রান এবং ইমরুল কায়েসের ১১২ বলে ১১৫ রান বড় ভূমিকা রাখে। ফলে সাত উইকেট হাতে রেখে ৮ ওভার বাকি থাকতেই সহজ জয় পায় বাংলাদেশ।
আর এই সিরিজে বাংলাদেশি সব ব্যাটসম্যানকে ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ইমরুল কায়েস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনিই এখন বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক।
এর আগে তামিম ইকবাল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৩১২ রান সংগ্রহ করেছিলেন। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তিনি এই রান সংগ্রহ করেন।
ইমরুল জিম্বাবুয়ের এই সফরে তিন ম্যাচে ৩৪৯ রান সংগ্রহ করেন। ১ম ওয়ানডেতে ১৪৪ রান, ২য় ওয়ানডেতে ৯০ রান ও ৩য় ওয়ানডেতে ১২০ রান করেন।
শেষ ম্যাচে খেলেন ১১৫ রানের এক ঝলমলে ইনিংস। এই রান করতে তিনি মোকাবেলা করেন ১১২ বল। ১০টি চার ও ২টি ছয়ে সাজানো তার ইনিংসটি ছিল দেখার মতো।
এর আগে টেসে জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটে পাঠায় মাশরাফি। নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে তারা। জবাবে ৩৪ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।
এসএইচ/