মেক্সিকো সফরে দু’ দেশের মধ্যে সীমানা প্রাচীর নির্মাণের ওপরই জোর দিলেন ট্রাম্প
প্রকাশিত : ০৯:৩৭ এএম, ১ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩৭ এএম, ১ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার
মেক্সিকো সফরে দু’ দেশের মধ্যে সীমানা প্রাচীর নির্মাণের ওপরই জোর দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইটো’র সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেসময় সীমানা প্রাচীর নির্মাণে মেক্সিকো কোন খরচ বহন করতে পারবে না বলে ষ্পষ্ট করে জানিয়ে দেন এনরিক। অন্যদিকে ট্রাম্প মেক্সিকো প্রেসিডেন্টকে বন্ধু হিসেবে উল্লেখ করলেও নিজের অবস্থানে অটল রয়েছেন। তবে নির্বাচনী প্রচারণার সময় মেক্সিকোর প্রতি যতখানি বিরূপ মনোভাব প্রকাশ করেছিলেন এ সফরে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনকেও আমন্ত্রণ জানিয়েছেন এনরিক।