ইভিএম মেলা প্রত্যাখ্যান করেছে বিএনপি: রিজভী
প্রকাশিত : ১২:২৯ পিএম, ২৭ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ১২:৩১ পিএম, ২৭ অক্টোবর ২০১৮ শনিবার
সারাবিশ্বে প্রত্যাখ্যাত ইভিএম ব্যবহার করে ইসি পাতানো নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তাই বিএনপি ইভিএম মেলা প্রত্যাখ্যান করেছে বলে জানালেন তিনি।
শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত আজ খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
রিজভী বলেন, বিশ্বের দেশে দেশে প্রত্যাখাত ও বির্তকিত ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু বিএনপি এসব ইভিএম মেলার প্রতিবাদ ও প্রত্যাখান করছে। ইভিএম মেলাতে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনও নেতাকর্মী অংশগ্রহণ করবে না বলেও জানান তিনি।
এ সময় নিরপেক্ষ সরকারের অধীনে এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নির্বাচন করবে বলেও জানান বিএনপি নেতা। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনও নির্বাচন হতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে অবশ্যই সংসদ ভেঙ্গে দিতে হবে। সেইসঙ্গে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
একে//