লক্ষীপুরে মাদকের ছড়াছড়ি
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২৭ অক্টোবর ২০১৮ শনিবার
মাদকে ছেয়ে গেছে লক্ষ্মীপুর জেলা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উদাসীনতায় ছড়িয়ে পড়ছে মাদক। প্রকাশ্যে বিকিকিনি হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সুশীলসমাজ ও অভিভাবকরা।
প্রকাশ্যে মাদক নেয়ার এই দৃশ্যটি শহরের ছয় নম্বর ওয়ার্ডের। তবে এই চিত্র এখন লক্ষ্মীপুর জেলার সবখানে। পরিত্যক্ত ভবনসহ বনে-জঙ্গলে ও অলিগলিতে মাদকের সেবন এবং চলছে বিকিকিনি। ঘটছে হর হামেশা চুরি, ইভংটিজিং, ছিনতাই’র ঘটনা।
মাঝে মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালালেও তাতে ধরা পড়ছে না গডফাদাররা। ধরা ছোঁয়ার বাহিরে রয়ে যায় মাদক সিন্ডিকেট। সচেতনামূলক সভা-সেমিনার-সমাবেশ, র্যালিতে মিলছে না পরিত্রাণ।
মাদক নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ মানতে নারাজ মাদক দ্রব্য অধিদপ্তর। তাদের পদক্ষেপ অব্যাহত আছে, জানালেন সংশ্লিষ্টরা।
ঢিমেতালে বা রুটিন কাজ নয়, মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা।