দক্ষিণাঞ্চলের চেহার বদলে দিয়েছেন শেখ হাসিনা: কাদের
প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৭ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ০৪:১৩ পিএম, ২৭ অক্টোবর ২০১৮ শনিবার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দক্ষিণাঞ্চলের চেহারা বদলে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার বরগুনার তালতলীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ১৫ কোটি মানুষের হাতে মোবাইল ফোন। ১০ কোটি মানুষের ঘরে ইন্টারনেট সুবিধা। এসব কে দিয়েছেন? শেখ হাসিনা।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, আগে সন্তানের নামের পাশে বাবার নাম বসত। এখন মায়ের নামও বসে। কে দিয়েছে এই সম্মান? কে নারীদের সম্মানিত করেছে? দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামী নির্বাচনে এগুলোর প্রতিদান দিতে হবে।
ওবায়দুল কাদের বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য বদলে দিয়েছেন শেখ হাসিনা। ব্রিজ, সেতু, কালবার্ট, উড়াল সেতু সব করে দিয়েছেন। শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু। পদ্মা সেতু হলে দক্ষিণাঞ্চলের চেহারা বদলে যাবে।
জনসভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী প্রমুখ।
/ এআর /