‘মিজান-মালয়েশিয়া পাম অয়েল সেরা রন্ধনশিল্পী-২০১৬’ প্রতিযোগিতার কার্যক্রম শুরু
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার
‘মিজান-মালয়েশিয়া পাম অয়েল সেরা রন্ধনশিল্পী-২০১৬’ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এন্ট্রি পাঠাতে হবে। একজন প্রতিযোগী একাধিক এন্ট্রি পাঠাতে পারবেন। ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য মনিটরের পরিবেশনায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল রিয়েলিটি শো’টি সম্প্রচার করবে। দেশের সুপ্ত রন্ধনশিল্পী প্রতিভা অন্বেষনে এই অনুষ্ঠানটি যৌথভাবে পৃষ্ঠপোষকতা করছে মালয়েশিয়া পাম অয়েল কাউন্সিল ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মিজান ফর্টিফাইড পাম অলিন।