ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

চুলের যত্নে জোজোবা তেল

প্রকাশিত : ০২:৫২ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার

মানুষের সৌন্দর্য্যের আধার চুলে। সুন্দর চুল আপনাকে আরো বেশি আকর্ষনীয় করে তুলতে সাহায্য করে। তাই সুন্দর চুল পেতে আপনাদের জন্য রইল জোজবা তেলের বর্ণনা।   

জোজোবা তেল

চুলের যত্ন নিতে চাইলে সবথেকে কার্যকর হল জোজবা তেল। এটি অ্যান্টি অক্সিডেন্টস, ভিটামিন বি এবং ই এবং জিঙ্ক, তামার মতো উপাদানে সমৃদ্ধ। এটি খুব বেশি চটচটে বা তৈলাক্তও হয় না, তাই বিশ্ব জুড়ে সকলেরই সবথেকে প্রিয় জোজোবা তেলই।

জোজবা তেলের গুণাগুণ

* জোজবা তেল চুলের গোড়া মজবুত করে।

* নতুন চুল গজাতে সাহায্য করে।

* রুক্ষ-শুষ্ক চুলের সমস্যা দূর করে।

* এতে থাকা শতকরা ৯৮ ভাগ মনোস্যাচুরেইটেড ফ্যাট ও দুই শতাংশ স্যাচুরেইটেড ফ্যাট যা মাথার গভীরে প্রবেশ করে চুল ভেতর থেকে শক্তিশালী করে তোলে।

* মাথার ত্বকের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে।

* মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখে ও খুশকি নিয়ন্ত্রণ করে।

* চুলের উজ্জ্বলতা, স্থিতিস্থাপকতা ও কোমলতা ধরে রাখে।

তথ্যসূত্র: এনডিটিভি

এমএইচ/