২৪ জন শিক্ষক নিয়োগ দেবে বুয়েট
প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ১৩ পদে ২৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম ও পদসংখ্যা
১) পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ কৌশল বিভাগ
*অধ্যাপক-০১ টি
২) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
*অধ্যাপক-০১ টি
৩)ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ
*অধ্যাপক-০১ টি
*লেকচারার-০১ টি
৪) মানবিক বিভাগ
*সহযোগী অধ্যাপক (ইংরেজি)-০১ টি
৫) পদার্থবিজ্ঞান বিভাগ
*সহযোগী অধ্যাপক-০১ টি
৬)কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
সহযোগী অধ্যাপক-০২ টি
৭) বস্তু ও ধাতব কৌশল বিভাগ
*সহকারী অধ্যাপক-০১ টি
৮) কেমিকৌশল বিভাগ
*সহকারী অধ্যাপক-০১ টি
৯) স্থাপত্য বিভাগ
*সহকারী অধ্যাপক-০৪ টি
১০) ইনস্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজি
*গবেষণা সহকারী অধ্যাপক (ইঞ্জি.)-০২ টি
১১)যন্ত্রকৌশল বিভাগ
*সহকারী অধ্যাপক-০১ টি
*লেকচারার-০৪ টি
১২) নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ
*সহকারী অধ্যাপক-০১টি
১৩) গণিত বিভাগ
লেকচারার-০২ টি
আবেদনের নিয়ম
আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট www.buet.ac.bd এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ১১ নভেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: দৈনিক প্রথম আলো, ২৪ অক্টোবর ২০১৮
এমএইচ/