ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র

হাসপাতাল বিনির্মাণে চট্টগ্রামের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান  

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ অক্টোবর ২০১৮) ৩২ তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবন মিলনায়তনে এ সভা হয়। সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মোবারকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদের সঞ্চালনায় সভায় বক্তারা পূর্বাচল নতুন শহর প্রকল্পে সমিতির হাসপাতালের জন্য বরাদ্দপ্রাপ্ত জমির মূল্য পরিশোধার্থে আর্থিক সহযোগিতার হাত প্রসারিত করার জন্য বৃহত্তর চট্টগ্রামের বিত্তবান ও সমিতির আজীবন সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান।    

২০১৭ সালের জুলাই হতে জুন ২০১৮ পর্যন্ত প্রাপ্তি ও পরিশোধের নিরীক্ষিত হিসাব ও জুলাই ২০১৮ হতে জুন ২০১৯ পর্যন্ত আর্থিক বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ সম্পাদক মোহাম্মদ শাহ্ আলম এবং সমিতির গঠনতন্ত্রে কতিপয় সংশোধনীর প্রস্তাব উপস্থাপন করেন আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সভায় আলোচনান্তে প্রস্তাবগুলো অনুমোদিত হয়। এছাড়া সভায় শোকপ্রস্তাব পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক, মোঃ আবদুল করিম, ট্রাস্ট সেক্রেটারি মোঃ শাহাব উদ্দিন কোরেশী, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের ভাইস-চেয়ারম্যান এম. হারেস আহমদ, সদস্য ড. দীপক কান্তি চৌধুরী, মোঃ মারুফ শাহ চৌধুরী, ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান আবদুল করিম, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম. মাসুদ আলম চৌধুরী, সাবেক নির্বাহী সদস্য মো. লিয়াকত আলী, এম. নূরুল আলম, মেজবাহ উদ্দীন জঙ্গী। নির্বাহী পরিষদের সহ-সভাপতি জয়নুল আবেদিন জামাল, মোঃ গিয়াস উদ্দীন খান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. ওয়াহিদ উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফা কামাল চৌধুরী শানু, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাছের (নাছির),

স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মো. মামুনুর রশীদ রাসেল, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ শাহাজাহান মন্টু, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এডভোকেট আনিচ উল মাওয়া (আরজু), নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী, মোঃ শাহাদাত হোসেন চৌধুরী (হিরো), হাসান মাহমুদ চৌধুরী, মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, মোঃ কামাল হোসেন তালুকদার, আহমদ মমতাজ, রাহুল বড়–য়া, মোঃ গিয়াস উদ্দীন চৌধুরী, মো. মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), আবরাজ নুরুল আলম, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। এছাড়া সমিতির নির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ, ট্রাস্টি বোর্ড ও হাসপাতাল কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সমিতির উল্লেখযোগ্য সংখ্যক জীবন সদস্য উপস্থিত ছিলেন।

এসি