ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ব্যাংক এশিয়ার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

প্রকাশিত : ০৯:৩২ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার

ব্যাংকিং কোম্পানী আইন সম্পর্কে ধারণা উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে ব্যাংক এশিয়ার উদ্যোগে “দি ব্যাংকিং কোম্পানী অ্যাক্ট” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ অক্টোবর ২০১৮) ব্যাংক এশিয়ার ৪৮ জন কর্মকর্তার অংশগ্রহণে ব্যাংকের লালমাটিয়াস্থ ট্রেনিং ইন্সটিটিউটে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. বোরহান উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।  

ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আনিসুল হক এবং অধ্যাপক সুজিত সাহা কর্মশালায় ব্যাংকিং কোম্পানী আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ব্যাংক এশিয়ার ইন্টারন্যাশনাল ডিভিশন প্রধান জিয়া আরফিন, স্কশিয়া শাখা প্রধান তানফিজ এইচ চৌধুরী, হেড অব পিএমডি (এইচআরডি) কে.এস. নাজমুল হাসান, ব্যাংক এশিয়া ইন্সটিউট ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি)-এর প্রধান মো. আজহারুল ইসলাম এবং অনুষদ সদস্য সুজিত কুমার সেন কর্মশালায় উপস্থিত ছিলেন।

এসি