সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়েসহ ৩ জন নিহত
প্রকাশিত : ১১:৩২ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ১১:৩৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার
চট্টগ্রামের সীতাকুণ্ডে রিলিফ ট্রেনের ধাক্কায় কাটা পড়ে বাবা-মেয়েসহ তিনজন মারা গেছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাটিয়ারীতে বিএসবিএ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দু’জন হলেন আবুল কাশেম (৪৮) ও তার চার মাস বয়সী মেয়ে সুমা আক্তার। নিহত অপর জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ওই শিশুর মায়ের নাম রোকেয়া বেগম (৪০)। তাকে প্রথমে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাটিয়ারি রেলস্টেশন মাস্টার আরমান হোসেন বলেন, সন্ধ্যায় চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি মাদামবিবির হাট এলাকায় বিকল হয়ে যায়। সেই ট্রেন টেনে আনার জন্য রিলিফ ট্রেনটি গিয়েছিল।
সীতাকুণ্ডের রেলপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একজনের লাশ আমরা পেয়েছি। অপর বাকি দুজনের লাশ স্বজনেরা নিয়ে গেছেন।
বিএসবিএ হাসপাতালের অপারেটর মো. দিদার বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এসি