ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ফিলিপাইনের দাবাও শহরে মার্কেটে বোমা হামলার পর ‘বিশৃঙ্খল অবস্থা’ ঘোষণা

প্রকাশিত : ১১:৫১ এএম, ৩ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ১১:৫১ এএম, ৩ সেপ্টেম্বর ২০১৬ শনিবার

ফিলিপাইনের দাবাও শহরে মার্কেটে বোমা হামলার পর ‘বিশৃঙ্খল অবস্থা’ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। ঘটনাস্থল পরিদর্শনের পর দুতের্তে পরিস্থিতির আরো অবনতি হলে মার্শাল ল’ জারি হতে পারে বলে সতর্ক করেন। শুক্রবার রাতে দুতের্তের নিজ শহর ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৬৭ জন। ঘটনার পর শহর থেকে বেরোনোর সব ক’টি পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি। এছাড়া, রাজধানী ম্যানিলায়ও জোরদার করা হয়েছে নিরাপত্তা। হামলার কারণ বা কারা জড়িত তা এখনও ষ্পষ্ট নয়। সম্প্রতি জঙ্গি নেতা আবু সায়াফকে ধরতে ওই এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করে পুলিশ।