ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

দ্বিতীয় দিনের মত চলছে পরিবহন ধর্মঘট

প্রকাশিত : ১০:৫১ এএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করাসহ ৮ দফা দাবিতে শ্রমিক ফেডারেশন ডাকে সারাদেশে দ্বিতীয় দিনের মত চলছে পরিবহন ধর্মঘট। সকাল থেকে দেশের কোথাও  চলছেনা কোনো গণপরিবহন। কোথাও কোথাও প্রাইভেট গাড়ি চলাচলেও বাধা দিচ্ছে পরিবহন শ্রমিকরা। গন্তব্যে যেতে তাই চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিনেও সড়ক-মহাসড়কে নেই গণপরিবহন।

কুমিল্লা শহরের শাসনগাছা, চকবাজার, টমসম ব্রীজ ও জাঙ্গালীয়া বাস টর্মিনালসহ কোন টার্মিনাল থেকে ছাড়েনি যাত্রীবাহী বাস। এমনকি ব্যাটারী চালিত ইজিবাইক, অটো থ্রি-হুইলার থেকে শুরু করে ব্যাক্তিগত ও পণ্যবাহী পরিবহনও বন্ধ রাখতে বাধ্য করা হচ্ছে।

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে বাস-ট্রাক চলাচল করছে না। এতে শিক্ষার্থী এবং অফিসগামীদের বেশি ভাড়া গুনে রিকশা ও অটোরিকশায় গন্তব্যে যেতে হচ্ছে।

দ্বিতীয় দিনের ধর্মঘটে ময়মনসিংহের সড়ক-মহাসড়কে অচলাবস্থা তৈরি হয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে কর্মজীবী মানুষ।

জামালপুর থেকে দুরপাল্লার যান বন্ধ থাকায় ট্রেনকেই বেছে নিয়েছে যাত্রীরা। রেলস্টেশনে ভিড় বেড়েছে যাত্রীদের। অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে হিমসিম খেতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে।

দ্বিতীয় দিনের ধর্মঘটে পরিবহন শূণ্য দেশের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাট। ভোরে দু’একটি পরিবহন চলতে দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে সড়কে  কোন যান দেখা যায়নি।

রংপুর থেকে আন্তঃজেলাসহ ৫৩টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

বরিশালেও হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা বিপাকে পড়েছেন।

এছাড়া মেহেরপুর, জয়পুরহাটসহ দেশের সব জেলাতেই গণপরিবহন বন্ধের পাশাপাশি অন্য যানবাহন চলাচলেও বাধা দেয়া হচ্ছে।