ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

নতুন ভ্যাট আইন সংশোধন করতে চায় এনবিআর

প্রকাশিত : ১২:০২ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন ভ্যাট আইনের কয়েকটি ধারা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের আইনের কিছু বিষয়ে আপত্তির কারণে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী মাসে এনবিআর এ আইন নিয়ে সংশ্নিষ্টদের সঙ্গে মতবিনিময় করবে।

জানা গেছে, ভ্যাট আইনকে আরও সহজ ও ব্যবসাবান্ধব করতে এর সংশোধনে এনবিআরের অধীন মাঠপর্যায়ের ভ্যাট কর্মকর্তাদের মতামত নেওয়া হবে। কর্মকর্তাদের মতামত এবং ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করে সংশোধনীর খসড়া চূড়ান্ত করা হবে। আগামী বছরের জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হওয়ার কথা।

এনবিআর সূত্রে জানা যায়, নতুন ভ্যাট আইনে কোন কোন বিষয়ে সংশোধন করা প্রয়োজন তার ওপর মতামত চেয়ে সম্প্রতি ভ্যাট কমিশনারদের কাছে এনবিআর থেকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে একটি নমুনা ছক দেওয়া হয়েছে, সেখানে কীভাবে প্রস্তাব পাঠাতে হবে তা বলা হয়েছে।

এসএ/