ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

চাকরী শেষ তারপরও তারা সিবিএ নেতা

প্রকাশিত : ১২:১৯ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ১২:১৯ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৬ শনিবার

চাকরী শেষ তারপরও তারা সিবিএ নেতা। ঢাকা ওয়াসার সিবিএ সভাপতি সেক্রেটারিসহ নেতাদের চাকরীর মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগে, তারপরও তারাই বহাল তবিয়তে। তাদের দাপটে কোনঠাশাওয়াসার কর্মকর্তারা। আর সিবিএ নেতাদের আর্শীবাদ নিয়ে কাজ না করেই ওভারটাইমের টাকা লুটপাট করছে কিছু কর্মচারি। ঢাকা ওয়াসার সিবিএ। উদ্দেশ্য শ্রমিক কর্মচারিদের কল্যাণে ও নায্যতা দেখা। কিন্তুু দাবী আদায়ে গঠিত সংগঠনের নেতারা যখন বহিরাগত তখন স্বভাবতই প্রশ্ন জাগে। বর্তমান সভাপতি মোহাম্মদ হাফিজ উদ্দিন ও সেক্রেটারি আনিসুর রহমানের চাকরির মেয়াদ শেষ হয়েছে এক বছরেরও বেশী। তারপরও তারা দুজনই এখনো স্বপদে বহাল। সিবিএ নেতাদের দাপটে ঢাকা ওয়াসার কর্মকার্তারাও তটস্থ। কোনোভাবেই তাদের বিরুদ্ধে কথা বলেন না কেউ। যার প্রমানও মিললো হাতে নাতে। সিবিএর দাপটে কর্মচারিরা কাজ না করেই ওভার টাইমের নামে তুলে নিচ্ছেন মূল বেতনের তিন থেকে চারগুন টাকা। সার্বক্ষণিক দায়িত্বে থাকার কথা থাকলেও পাম্পের পানি বিক্রি, পাম্পে অনুপস্থিতি, বহিরাগতদের আড্ডা, তাশ জুয়াসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের আখড়ায় পরিনত হয়েছে ঢাকা শহরের পানির পাম্পগুলো। ডিউটি না করেই ঢাকা ওয়াসার ড্রাইভাররাও তিন গুন ওভার টাইমের টাকা তুলছেন। আর বিনামূল্যে পানি  সরবারহ করার কথা থাকলেও গ্রাহকদের কাছ থেকে টাকা নিচ্ছেন তারা। এসব বিষয় নিয়ে বেশ কয়েকবার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সাথে কথা বলার চেষ্টা করা হলেও কথা বলেননি তিনি।