ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ইংলিশ ফুটবলার স্কট কার্সনের জন্মদিন আজ

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৩:০৬ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৬ শনিবার

স্কট কার্সন ইংলিশ পেশাদার ফুটবলার। খেলেন গোলরক্ষক পজিশনে। বর্তমানে খেলছেন ডার্বি কাউন্টি ক্লাবের হয়ে। ১৯৮৫ সালে ইংল্যান্ডের হোয়াইট হেভেনে জন্মগ্রহন করেন তিনি। স্কট পল কার্সন। দর্শক ও সহকর্মীরা স্কট কার্সন নামেই জানেন তাকে। ছোটবেলায় রাগবি খেলতে বেশ পারদর্শী ছিলেন। স্কুল রাগবি দলের হয়ে গোলরক্ষকের দায়ীত্ব পালন করেন তিনি। সে সময় নিজের দক্ষতা দেখিয়ে শিক্ষক ও সহপাঠিদের বেপক উৎসাহ পান। তবে পরবর্তীতে ফুটবলের প্রতি মনোযোগি হয়ে ওঠেন কার্সন। ২০০২ সালে যোগ দেন লিডস ইউনাইটেড ফুটবল একাডেমিতে। খুব অল্প সময়ের মধ্যেই নিজের প্রতিভার প্রমাণ দিয়ে জায়গা করে নেন ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে। পরের বছর জায়গা করে নেন লিডস ইউনাইটেডের মূল দলেও। খেলেন ২০০৫ সাল পর্যন্ত। এরপর তিন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হন ইংল্যান্ডের শীর্ষ ক্লাব লিভারপুলের সঙ্গে। মাঝে লোনে খেলেন শেফিল্ড ওয়ান্ডারার্স, চার্লটন অ্যাথলেটিক ও অ্যাস্টন ভিলায়। এরপর সুযোগ পেয়েছেন ওয়েস্ট ব্রমে। এই ক্লাবের হয়ে খেলেন সবচেয়ে দীর্ষ সময়। ক্যারিয়ার সর্বোচ্চ ১১০ ম্যাচ খেলেন ওয়েস্টব্রমের জার্সিতে। ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। খেলেছেন বারসাসপোর ও উইগান অ্যাথলেটিকে। আর ২০১৫ সাল থেকে খেলে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দরের হয়েও আলো ছড়ান কার্সন। খেলেন ইংল্যান্ড অনুর্ধ্ব- ১৮ ও ২১ দলে। ২০০৬/৭ মৌসুম খেলেন ইংল্যান্ডের ব্ধিসঢ়; দলের হয়ে। আর ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছেন ইংল্যান্ডের জাতীয় দলে।