চবির ‘ক’ ইউনিটে পাশের হার ৩৬ শতাংশ
চবি সংবাদদাতা
প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের ক ইউনিটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ক ইউনিটে পাস করেছে ১২ হাজার ১০৩ জন শিক্ষার্থী যা মোট পরীক্ষার্থীর ৩৬ শতাংশ । ১ হাজার ২১৪টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৩ হাজার ৫৮৮ জন।
মঙ্গলবার দুপুর আড়াইটায় উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে উপস্থিত থেকে এই ফলাফল প্রকাশ করেন ।
পাস করা শিক্ষার্থীদের আগামী ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে বলা হয়েছে।
পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) থেকে জানা যাবে।
একে//