ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

দিন-রাত পরিশ্রম করেও মূল্য কম নারীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

দিন-রাত পরিশ্রম করেও ভালো নেই দেশের নারী শ্রমিকরা। সমান শ্রম দিয়েও পুরুষের তুলনায় অর্ধেক পারিশ্রমিক পান নারীরা। বিশেষজ্ঞরা বলছেন, বৈষম্য দূর করতে প্রয়োজন সরকারি উদ্যোগ।

ঘরের কাজের পাশাপাশি নারীরা কখনো বা হয়ে উঠেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

তবে সমাজের সব স্তরেই বৈষম্যের শিকার নারীরা। দিনভর পরিশ্রমের পরও মেলে না কাংখিত মজুরি। তাদের একজন বিউটি। প্রতিবন্ধী স্বামী আর তিন সন্তানের ভরণ পোষণের জন্য ধার দেনা করে নেমেছেন কাপড়ের ব্যবসায়।

আসমার গল্প কিছুটা ভিন্ন। স্বামীর অনুপস্থিতিতে সংসারের বোঝা তারই ওপর। অথচ নেই এতটুকু স্বীকৃতি। তবুও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন আসমা।

চুড়ি বিক্রেতা পিপিল বেগম রাস্তায় নেমেছেন স্বামীকে সহায়তা করার জন্য। সকাল থেকেই টিএসসিতে বসেন চুড়ি নিয়ে।

বিশেষজ্ঞরা বলছেন, নারী শ্রমিকদের নিরাপত্তায় সরকারি উদ্যোগ বাড়ানোর পাশাপাশি প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা।

দেশে গত এক দশকে শ্রমবাজারে নারী শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় অর্ধ কোটি। এর ৭৭ শতাংশই গ্রামীণ নারী শ্রমিক।

ভিডিও: https://youtu.be/E7Zyzw6h74E