ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী সমাবেশ

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৭:০২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৬ শনিবার

জঙ্গি-সন্ত্রাসবাদ নির্মূল করে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জঙ্গিবাদবিরোধী সমাবেশ হয়েছে। সমাবেশে অংশ নিয়ে মন্ত্রীরা জানিয়েছেন, সরকার জঙ্গিবাদের কাছে মাথা নত করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পালিয়ে থাকা জঙ্গিরা আত্মসমর্পণ না করলে তাদের পরিণতিও হবে নিহত জঙ্গিদের মতো। জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গিবাদবিরোধী সমাবেশ। প্রতিটি সমাবেশ থেকেই জঙ্গি মদদদাতাদের গ্রেফতারের দাবি জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মূল আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অংশ নেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কোনোভাবেই জঙ্গিদের উদ্দেশ্য হাসিল করতে দেয়া হবে না। শিক্ষক ও শিক্ষার্থীরা সজাগ থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলে মন্তব্য করেন শিক্ষাবিদরা। তেঁজগাওয়ের পলিটেকনিক ইন্সটিটিউটের সমাবেশে অংশ নিয়ে সরকারের মন্ত্রীরা বলেন, জঙ্গিবাদ নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কয়েকটি স্কুলের সমাবেশে অংশ নেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্তাব্যক্তিরা। অল্প সময়ের মধ্যেই জঙ্গিদের নিশ্চিহ্ন করা যাবে বলে মন্তব্য করেন তারা। এদিকে রাজশাহী পুলিশ লাইন্স মাঠে জঙ্গিবাদবিরোধী সমাবেশে অংশ নিয়ে আইজিপি বলেন, জঙ্গিবিরোধী অভিযান আরো জোরদার করা হবে। কোমলমতি শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদে ঝুঁকতে না পারে সেজন্য শিক্ষকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানানো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমাবেশ থেকে। এসব সমাবেশে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রাশাসনের কর্তাব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।