ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

উত্তরা ইপিজেডে এসসিবি’র বিজনেস ডেভেলপমেন্ট অফিস উদ্বোধন

প্রকাশিত : ১১:০৫ এএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার

নিলফামারী’র উত্তরা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি বিজনেস ডেভেলেপমেন্ট অফিস উদ্বোধন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ঢাকা, চট্টগ্রাম, আদমজী, কর্ণফুলী, কুমিল্লা এবং মংলা ইপিজেডের পরে এটি তাদের সপ্তম অফিস। উত্তরা ইপিজেডের কর্পোরেট ক্লাইন্টদের আরও ভাল সেবা প্রদান করার জন্য এই অফিস চালু করা হয়।

এই অফিস বিদ্যমান এবং সম্ভাব্য ক্লায়েন্টদের সার্বিক সেবা প্রদান করবে। এর মধ্যে থাকছে ট্রেড ডকুমেন্টেশন সহায়তা এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য গ্রাহকদের কাছ থেকে প্রতিদিনের নির্দেশাবলী এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করবে। এছাড়াও ক্লায়েন্টরা ইপিজেড এলাকা থেকে সরাসরি ব্যবসা লেনদেনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সার্টিফিকেশনের সুবিধা পাবেন।

অনুষ্ঠানে স্টান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, হেড অব ট্রানসেকশন ব্যাংকিং জনাব অপূর্ব জৈন, হেড অব কমার্সিয়াল ব্যাংকিং জনাব আলমগীর মোর্শেদ, চীফ ইনফরমেশন অফিসার খালেদ আজিজ, উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক এস. এম. আখতার আলম মোস্তাফীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

একে//