৭ দফা না মানলে কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে : মোশাররফ
প্রকাশিত : ০১:৩৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার
জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত ৭ দফা দাবি মানা না হলে কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে বলে হুশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করার প্রতিবাদে সারাদেশে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে অংশ নিয়ে তিনি একথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এ দাবি মানা না হলে দেশে যে অরাজকতাকর পরিস্থিতির সৃষ্টি হবে সেটির দায় সরকারকেই নিতে হবে।
মানবন্ধনে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী একদিকে গণভবনে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন, অন্যদিকে খালেদা জিয়ার সাজা বাড়ানো, দুটি সাংঘর্ষিক। এটি সংলাপের বিষয়ে সরকারের আন্তরিকতার প্রমাণ করে না।
বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে জেলে রেখে কোনো সংলাপ সফল হবে না। কোনো নির্বাচনও সফল হবে না।
প্রসঙ্গত, বিএনপি, গণফোরাম, জাসদ, নাগরিক ঐক্যের জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কাল বৃহস্পতিবার সন্ধ্যায় সংলাপে বসছে সরকার। আর বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় যুক্তফ্রন্টও প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন সংলাপের প্রস্তাব দিয়ে। আজ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও সংলাপের আগ্রহ দেখিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিয়েছেন।
আজকের মানববন্ধনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, গয়েশ্বয় চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
/ এআর /