ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

সুপ্রিম কোর্টকে রাজনৈতিক মঞ্চ বানানোর চেষ্টা করছে বিএনপি

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০৫:৫৪ পিএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার

‘আইন অঙ্গনকে (সুপ্রিম কোর্ট) একটি বিশেষ দলের (বিএনপি) রাজনৈতিক মঞ্চ বানানোর চেষ্টা করছে বিএনপি বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এমন্তব্য করেন তিনি।

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বলেন, আমরা বলে এসেছি, এটা কোর্ট, একটি পবিত্র স্থান। এটি কোনও দলের মঞ্চ করার জন্য করা হয়নি।

ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘নিয়ম বহির্ভূতভাবে গতকাল আইনজীবী সমিতির সাধারণ সভা ডাকা হয়। সেই সভা ডেকে আইনজীবী সমিতি রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। তারা খালেদা জিয়ার সাজার রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে রায়কে প্রশ্নবিদ্ধ করেছেন। অনেকে বলেছেন, এটি ফরমায়েশি রায়। কিন্তু তাদের এ ধরনের বক্তব্য আদালত অবমাননার শামিল।

সমিতির সাবেক এই সভাপতি আরও বলেন, ‘আমরা যখন সমিতির সভাপতি ছিলাম, একটিও রাজনৈতিক ঘটনা হতে দেইনি। কিন্তু কর্মসূচি তারা দিয়েছে। তারপরও আজ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ বসেছে। অর্থাৎ সাধারণ আইনজীবীরা তাদের কর্মসূচিকে গুরুত্ব দেয়নি, তারা আদালতে গিয়েছে। ফলে তাদের কর্মসূচি (বিএনপি সমর্থিত আইনজীবীদের) ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘আদালত বর্জন করে গেটে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় আমরা প্রতিবাদ করছি এজন্য যে, এ ধরনের কর্মসূচি আইনজীবী সমিতি থেকে আসতে পারে না। তারা তালা দিয়েছে, এর ঘোর নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে আদালতের প্রবেশ পথে এমন করে তালা দিলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু প্রমুখ।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠ। গত ৩০ অক্টোবর হাইকোর্ট তার রায়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন। পরে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট বর্জনের ঘোষণা দেওয়া হয়। এর প্রেক্ষিতে বিএনপি সমর্থিত আইনজীবীরা আদালতের প্রবেশ পথে তালা ঝুলিয়ে সুপ্রিম কোর্ট অঙ্গনে বিক্ষোভ মিছিল করে।

 টিআর/