ঢাকা বিশ্ববিদ্যালয় ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী: ঢাবির ভিসি
প্রকাশিত : ০৫:০০ পিএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ১২:০৯ এএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৩৮ হাজার ৪৯৩ জন। যাদের মধ্যে ২৩ হাজার ৯৯৪ জন ছাত্র এবং ১৪ হাজার পাঁচশ নয় জন ছাত্রী।
বুধবার (৩১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাশরুমে আনুষ্ঠানিকভাবে এই তালিকার উদ্বাধন করেন, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে তিনি এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
শিক্ষার্থীদের যে তালিকা তৈরি করা হয়েছে তা সরাসরি ডাকসু নির্বাচনের ভোটার তালিকা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘এটিকে পুরোপুরি ডাকসুর ভোটার তালিকা বলা কঠিন। এই তালিকা থেকেই পরবর্তীতে ডাকসু নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করা হবে।
প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসাররা সেই তালিকা তৈরি করবেন। ডাকসু এবং হল সংসদের নির্বাচনের জন্য যে ভোটার তালিকা সেটি ডাকসুর কনস্টিটিউশন অনুসারে তৈরি করা হবে।’
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের এই তালিকা প্রথমবারের মতো তৈরি করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সম্পর্কে খুব সহজে জানতে পারবে। বিশ্ববিদ্যালয়ের যে আইসিটি সেল আছে, তার পরিচালক এই তালিকা তৈরি করেছেন। এখন প্রশাসনের পক্ষ থেকে সেই তালিকার উদ্বোধন করা হলো। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই তালিকাভুক্ত শিক্ষার্থীরা তাদের সম্পর্কিত তথ্য সংশোধন করতে পারবেন।’
উপাচার্য বলেন, ‘এখন শিক্ষার্থীদের যে তালিকা তৈরি করা হয়েছে, তা ডাকসু এবং হল সংসদের জন্য কাজে আসবে ৷ শুধু তাই নয় এটি শিক্ষার্থীদের নিজেদের প্রয়োজনেও অনেক কাজে আসবে।’
অধ্যাপক আখতারুজ্জামান আরও বলেন, ‘প্রথমবারের মতো আমরা এই তালিকা তৈরি করেছি। তাই তালিকাতে ভুলভ্রান্তি থাকতে পারে। সেটি পরে সংশোধন করা হবে। এটি শিক্ষার্থীদের একটা ডাটাবেজ। এর ফলে প্রশাসন তথা হল ও বিভাগ খুব সহজে শিক্ষার্থীদের সম্পর্কে তথ্য পেয়ে যাবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— ১৮টি হলের প্রাধ্যক্ষ ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য হল ভিত্তিক প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিলো।
টিআর/