ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

আইএস বিরোধী অভিযানে সিরিয়ায় আরো ট্যাংক ও সেনা পাঠিয়ে হামালা জোরদার করেছে তুরস্ক

প্রকাশিত : ১১:৫৫ এএম, ৪ সেপ্টেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ১১:৫৫ এএম, ৪ সেপ্টেম্বর ২০১৬ রবিবার

আইএস বিরোধী অভিযানের অংশ হিসেবে সিরিয়ায় জারাব্লাসের পশ্চিমে আরো ট্যাংক ও সেনা পাঠিয়ে হামালা জোরদার করেছে তুরস্ক। সীমান্তবর্তী কিলিস হয়ে প্রায় ২০টি ট্যাংক ও সেনা বহনকারী গাড়ি সিরিয়ায় প্রবেশ করেছে বলে জানিয়েছে তুর্কী গণমাধ্যমগুলো। তুর্কী বাহিনীর সহায়তায় সীমান্তবর্তী অন্তত ৮টি গ্রাম আইএসের দখলমুক্ত করার দাবি সিরিয়ার বিদ্রোহীরা। কয়েকবছর ধরে গৃহযুদ্ধ চলমান থাকলেও এতদিন সিরিয়ায় সরাসরি হস্তক্ষেপ করেনি তুরস্ক। তবে সম্প্রতি গাজিয়ান্তেপে সন্ত্রাসী হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হওয়ার পর সীমান্ত এলাকা আইএসমুক্ত করার ঘোষণা দিয়ে সিরিয়ার জারাব্লাস শহরে সেনা পাঠায় প্রতিবেশী তুরস্ক।