সংর্কীর্ণ দলীয় রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হবে: ড. কামাল
প্রকাশিত : ০৬:০৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার
সংর্কীর্ণ দলীয় রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন, গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। আজ বুধবার রাজধানীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।
ডা.কামাল বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন করাটাই বড় ব্যাপার। তারা (সরকার) জানেন, যে নির্বাচনে মানুষ অংশগ্রহণ করে না, সেই নির্বাচন থেকে কিছু পাওয়া যায় না। এই উপলব্ধি নিশ্চয়ই তাদের হয়েছে। তা না হলে তো আমাদের আলোচনায় ডাকার কোনো দরকার তাদের ছিল না।
ড.কামাল হোসেন বলেন, আলোচনার মাধ্যমেই বোঝা যাবে সরকার কতটা করার জন্য প্রস্তুত, কোন কোন ইস্যুতে তাদের দ্বিধা আছে।
এর আগে সংলাপের আহ্বান জানিয়ে রোববার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী কাল বৃহস্পতিবার চিঠিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
টিআর/