বিলাসবহুল এসপ্রেসো কফি মেশিন!
প্রকাশিত : ০৬:৩২ পিএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার
প্রযুক্তি উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের জীবন যাত্রার মান পরিবর্তন হয়েছে। এখন সকাল বেলা বিছানা ছাড়তে না ছাড়ছেই অনেক ব্যস্ত হয়ে পরি। এই ব্যস্ত সময়ে একটু স্বত্তি নিতে অনেকেই কফি খেতে ভালবাসা। অনেকেই আবার কফি খাওয়া বিলাসিতা মনে করেন।
কফি তৈরি করাও একটা আর্ট বলা চলে, শখ হিসেবে উল্লেখ করলেও কিছু ভুল হবে না। আর কফি নিয়ে বিলাসিতা যাদের এ পর্যায়ে, তারা কফি মেশিনেও আভিজাত্যের পরশ বুলিয়ে নিতে চাইবেন নিশ্চয়ই!
ভেলোস রয়্যাল ০১ হচ্ছে এমন একটি এসপ্রেসো মেশিন, যা চোখে দেখার পর ধাঁধা লেগে যাবে। সুপার ভেলোস হাউজ এর আগেও বেশ কয়েকটি স্বতন্ত্র ঘরানার কফি মেশিন বাজারে এনেছিল। তবে সম্প্রতি আসা এ কফি মেশিনের সঙ্গে তুলনা চলে না আগের কোনোটিরই। ভেলোস রয়্যাল ০১ তৈরি হয়েছে ১৮ ক্যারেট সাদা স্বর্ণ দিয়ে আভিজাত্য বাড়াতে ব্যবহার করা হয়েছে হীরার টুকরা, থার্মোসেট গোল্ডলিড কার্বন ফাইবার, স্টেইনলেস স্টিল, অ্যালুমিনিয়াম ও টাইটানিয়াম।
জার্মানি থেকে পুরোপুরিভাবে তৈরি করে আনা ভেলোস রয়্যাল ০১ এসপ্রেসো কফি মেশিনের সঙ্গে রয়েছে সুদৃশ্য কমপ্লিমেন্টারি কাপসেটও।
টিআর/