ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

দিনাজপুরে ড্রাগন ফলের বাণিজ্যিক চাষাবাদ(ভিডিও)

প্রকাশিত : ১০:৪১ এএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫৮ এএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

দিনাজপুরের বিরামপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষাবাদ। এখানকার মাটি চাষের উপযোগী হওয়ায় এবং চাহিদা ও দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। তাই ফলটির আবাদে আগ্রহ বাড়ছে তাদের।

দিনাজপুরের বিরামপুরে কুন্দনহাটের আয়ড়ামোড় গ্রামে ২ বছর আগে স্বল্প পরিসরে ১০০টি ড্রাগনের চারা দিয়ে চাষ শুরু করেন প্রকৌশলী কামরুজ্জামান। এক বছরের মাথায় ফল ধরা শুরু হয়। আর দেড় লাখ টাকা খরচ করে তার লাভ হয় ৫০ হাজার টাকা।

বেশ চাহিদা ও দাম ভালো পাওয়ায় বাগানের পরিধি বাড়িয়ে এখন প্রায় ২০ বিঘা জমিতে আড়াই হাজার ড্রাগন ফল লাগিয়েছেন কামারুজ্জামান। স্থানীয়ভাবে কিছু বিক্রি হলেও বেশিরভাগই ঢাকাতে সরবরাহ করা হচ্ছে।

এই ফল দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ বাড়লে এ অঞ্চলের কৃষকদের জীবনমান উন্নত হবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।