ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

খালেদার সাজা বাতিলের দাবিতে বিএনপির গণঅনশন

প্রকাশিত : ১১:৩৬ এএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪২ এএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

দূর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়ানোর প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছে দলটি। রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে চলছে এ গণঅনশন।

বৃহস্পতিবার সকাল ১০টায় নাট্যমঞ্চের সামনে এই অনশন কর্মসূচি শুরু হয়েছে, চলবে বেলা তিনটা পর্যন্ত।

কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত রয়েছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। এর আগের দিন সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রীসহ চারজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে জরিমানা করেন পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের বিশেষ জজ ড. আখতারুজ্জামান।

একে//