ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

সংলাপ সফল হওয়ায় আশা ব্যারিস্টার মওদুদের

প্রকাশিত : ০২:০১ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের আজকের সংলাপ সফল হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, আশা করছি আজকের সংলাপ সফল হবে। সরকার আমাদের ৭ দফা দাবি মেনে নেবে।

আজ বৃহস্পতিবার সকালে মহানগন নাট্যমঞ্চে বিএনপির অনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধির প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি দিয়েছে দলটি।

মওদুদ আহমদ বলেন, সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। সরকারের এ ষড়যন্ত্র সফল হবে না।

সুষ্ঠু নির্বাচন দাবি করে তিনি বলেন, সরকারকে আবারো আহবান জানাবো দেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। গণতন্ত্র রক্ষায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। জনমতকে গুরুত্ব দিন।

অনশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।

/ এআর /