দীঘিনালায় গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের কর্মী নিহত
প্রকাশিত : ১১:৪১ এএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:৪২ এএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে সুভেন্টু চাকমা (৩৮) নামে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক কর্মী নিহত হয়েছেন। দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের মনের মানুষ এলাকার নলিনী কুমার কার্বারিপাড়ায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত সুভেন্টু চাকমা একই এলাকার শান্তি কুমার চাকমার ছেলে বলে জানা গেছে। তিনি ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর স্থানীয় কালেক্টর ছিলেন।
ইউপিডিএফ-গণতান্ত্রিক এর কেন্দ্রীয় অর্থ-সম্পাদক তমিজ চাকমা এ হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিবিরোধী ইউপিডিএফকে দায়ী করেছেন। বলেন, সন্ত্রাসীরা সুভেন্টু চাকমা বাড়িতে এসে গুলি করে পালিয়ে যায়।
তবে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। বলেন, ওই এলাকায় আমাদের কোনও সাংগঠনিক কার্যক্রমই নেই। এ ঘটনায় আমরা কোনোভাবেই জড়িত না। এটি অভ্যন্তরীণ কারণে হতে পারে।
একে//