যুক্তরাষ্ট্রে সৌদির দুই তরুনী হত্যা
রহস্য উদ্ধার করতে পারেনি মার্কিন পুলিশ
প্রকাশিত : ১২:২৬ পিএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার

যুক্তরাষ্ট্রের রিভারসাইড পার্কের ৬৮তম সড়কের পাশের নদীতে সৌদি আরবের দুই তরুণীর লাশ পাওয়া গেছে। বুধবার তাদের লাশ পাওয়া যায়।
লাশ পাওয়া গেলেও এখন পর্যন্ত মার্কিন পুলিশ তাদের হত্যার রহস্যের ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ দিতে পারেনি।
নিহতদের গত সপ্তাহে শহরের হাডসন নদী থেকে টেপ দিয়ে বাঁধা অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের একজনের নাম তালা ফারিয়া (১৬), অন্যজন রোতানা ফারিয়া (২২)।
তুরস্কের ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি খুনের রেশ না কাটতেই এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সৌদি নাগরিক দুই বোনের লাশ পাওয়া গেল।
এর আগে এ দুই বোন সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছিলেন। ২০১৫ সালে তারা তাদের মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর ভার্জিনিয়ায় থাকতেন।
তাদের বাসস্থান থেকে ২৫০ মাইল দূরে নদীতীরে তাদের লাশ কীভাবে এলো তাও পুলিশের কাছে স্পষ্ট নয়।
নিউইয়র্ক পুলিশের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম বলছে, দুই বোনের লাশ উদ্ধারের আগের দিন তাদের মা ওয়াশিংটনের সৌদি আরবের দূতাবাস থেকে একটি ফোন কল পেয়েছিলেন। ওই ফোনে তাদের সৌদি আরবে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
পুলিশ বলছে, এ দুই বোন সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছিলেন। ২০১৫ সালে তারা তাদের মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর ভার্জিনিয়ায় থাকতেন।
পুলিশ বুধবার দুই বোনের ছবি প্রকাশ করেছে এবং তাদের ব্যাপারে তথ্য জানানোর জন্য জনগণের কাছে আবেদন জানিয়েছে।
এমএইচ/