শরীরের অর্ধেক হারানো হার না মানা এক বাবার স্বপ্ন [ভিডিও]
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে নিজেকে এগিয়ে নিচ্ছেন বরিশালের রিক্সাচালক সোহাগ হাওলাদার। শরীরের অর্ধেক অংশ না থাকলেও কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের আয়ে সংসার চালাচ্ছেন। সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখেন সোহাগ।
বরিশাল নগরীর জিয়া সড়কের বাসিন্দা সোহাগ হাওলাদার। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী তিনি। তারপরও জীবনের কাছে হার মানেননি। কারো উপর নির্ভর না করে সংসারের সব কাজই করেন তিনি। সকাল বিকেল চালান রিক্সা। প্রতিমাসে তার আয় ১০ থেকে ১৫ হাজার টাকা। এই আয়েই চলে ৩জনের সংসার।
যাত্রীরা তার শারিরিক অবস্থা দেখে প্রথমে রিক্সায় উঠতে না চাইলেও পরে মানবিক বিবেচনায় ওঠে। সোহাগের একাগ্রতার প্রশংসা করেন তারা। তার আয়েই সংসার চলছে বলে জানান পরিবারের সদস্যরা।
প্রতিবেশীরা জানান, ছোটবেলা থেকেই পরিশ্রম করে চলছেন সোহাগ।
সমাজসেবা অধিদপ্তর থেকে সোহাগকে সহায়তা করার আশ্বাস দিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজ।
ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখেন সোহাগ। টাকা জমিয়ে একটি রিক্সা ওয়ার্কশপও দিতে চান তিনি। সহৃদয়বান মানুষেরা কি এগিয়ে আসতে পারেন না তাকে একটি ওয়ার্কশপ গড়ে দিতে, প্রশ্ন স্থানীয়দের।
ভিডিও: https://youtu.be/TPjsbmvkpeo