মীর কাসেমের ফাঁসি কার্যকর করায়, পাকিস্তানের বিবৃতির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ
প্রকাশিত : ১০:৫১ এএম, ৪ সেপ্টেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৬:৫৩ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৬ রবিবার
যুদ্ধাপরাধী মীর কাসেমের ফাঁসি কার্যকর করায়, পাকিস্তানের বিবৃতির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। রোববার <ংঃৎড়হম>দুপুরে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মাহতাবকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই প্রতিক্রিয়া জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল হাসান তার দপ্তরে ডেকে পাঠান পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে। পরে কামরুল হাসান বলেন, মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে যে মতামত পাকিস্তান দিয়েছে, সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। মানবতা বিরোধী অপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ’ নিয়ে পাকিস্তানের মতামত দেয়ার কোন সুযোগ নেই। পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিবাদে বাংলাদেশের পক্ষ থেকে একটি কূটনৈতিক পত্র দেয়া হয় সেদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের হাতে।