কোরবাণীর পশুর হাট কেন্দ্র করে চাঁদাবাজি করতে দেয়া হবে নাঃ সাঈদ খোকন
প্রকাশিত : ০৬:০৬ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৬:০৬ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৬ রবিবার
কোরবাণীর পশুর হাট কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
রোববার দুপুরে রাজধানীর মালিবাগে সাধারণ জনগণের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, পশুর হাটে অপ্রীতিকর এড়াতে প্রস্তুত সিটি করপোরেশন। কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে মেয়র বলেন, চাঁদাবাজি বন্ধে সিটি করপোরেশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পশু জবাইয়ের ৪৮ ঘন্টার মধ্যে রাজধানী থেকে বর্জ্য অপসারণ করারও ঘোষণা দিয়েছেন সাঈদ খোকন।