ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

অভিষেক ভেন্যুতে প্রথম টেস্ট আজ

প্রকাশিত : ০৮:০৮ এএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ১০:০০ এএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

সবুজের সমারোহে আজ সাদা পোশাকের ক্রিকেটকে আমন্ত্রণ জানাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আজ থেকে শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট। সেই সঙ্গে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা শুরু হতে চলেছে নয়নাভিরাম এই স্টেডিয়ামের।
আর এই বিশেষ টেস্ট ম্যাচ জয় দিয়ে উদযাপন করতে চান মাহমুদউল্লাহ রিয়াদরা। যদিও জিম্বাবুয়েকে ভালো দল হিসেবে বেশ সমীহই করছেন বাংলাদেশ দলের এই টেস্ট অধিনায়ক। তবুও সিলেটের মাঠে প্রথম টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখার ইচ্ছা বাংলাদেশ দলের।
অপরদিকে, ওয়ানডে সিরিজে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় ডুবেছে জিম্বাবুয়ে। ওয়ানডের ওই ভরাডুবি ভুলে এবার আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

উল্লেখ্য, ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে নারী দলের ম্যাচ দিয়ে সিলেট স্টেডিয়ামের যাত্রা শুরু। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে এই মাঠে বাংলাদেশ দলের খেলার শুরু। এবার সেই মাঠের টেস্ট যাত্রায়ও মিশে থাকছে টাইগাররা।
এসএ/