ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

বিদ্যুতের সিস্টেম লস কমানো এবং গ্রাহক সেবা বাড়ানোর তাগিদ

প্রকাশিত : ০৬:১১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৬:১১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৬ রবিবার

রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি বিদ্যুতের সিস্টেম লস কমানো এবং গ্রাহক সেবা বাড়ানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইইবি আয়োজিত সংবর্ধনা সভায় তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুত খাতকে অধিক গুরুত্ব দিয়ে আধুনিক ও যুগোপযোগী করতে পরিকল্পনা গ্রহণ করছে। সবার জন্যে বিদ্যুত নিশ্চিত করতে সরকার একের পর এক প্লান্ট নির্মাণ করছে বলেও জানান তিনি। আইইবি’র চেয়ারম্যান সাদেক মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।