তিন উইকেট খুইয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১১৫
প্রকাশিত : ০১:১৩ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০১:২৯ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
সিলেট টেস্টের অভিষেক ম্যাচে ব্যাট করছে জিম্বাবুয়ে। ৩৫ রান তুলতেই উইকেট হারিয়েছে সফরকারীরা। ব্রায়ান চারিকে বোল্ড আউট করেন তাইজুল ইসলাম। তার দ্বিতীয় শিকার হন ব্রেন্ডন টেইলর। তার বোলিংয়ে ক্যাচ ধরেন নাজমুল হোসাইন। তৃতীয় উইকেটটা নেন আবু জায়েদ রাহি। তার বোলিং তোপে ৫২ রান নিয়ে বোল্ড আউট হতে হয়েছে হ্যামিল্টন মাসাকাদজাকে। এখন ব্যাট করছেন শন উইলিয়ামস এবং সিকান্দার রাজা।
ওয়েস্ট ইন্ডিজে খেলা সবশেষ টেস্টের বাংলাদেশ দলে পরিবর্তন চারটি। চোটের জন্য স্কোয়াডেই নেই সেই ম্যাচে খেলা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দল থেকে বাদ পড়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি ও কিপার নুরুল হাসান।
তবে অভিষেক হয়েছে পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর। দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও ওপেনার ইমরুল কায়েস। উইকেটের পেছনে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম।
এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ে ১১৫ রানে ব্যাট করছিল। খেলা শেষ হয়েছে ৪১ ওভার। বাংলাদেশের পক্ষে দুই উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশ
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি এবং নাজমুল ইসলাম অপু।
জিম্বাবুয়ে একাদশ
হ্যামিল্টন মাসাকাদজা, ব্রায়ান চারি, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেজিস চাকাভা, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাটারা।
একে//