বিচারক পূর্ণিমার তৃপ্তি
প্রকাশিত : ০১:৫২ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০১:৫৪ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
অভিনেত্রী, মডেল ও উপস্থাপক পূর্ণিমা। অনেকদিন চলচ্চিত্রে নেই তিনি। তবে মাঝে মাঝে টেলিভিশন নাটকে তাকে দেখা গেছে। এবার দীর্ঘদিন পর আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা। তার নতুন দুটি সিনেমা ‘জ্যাম’ ও ‘গাঙচিল’। অপরদিকে এবার বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি। ‘নেক্সট ইউটিউবার’ নামের একটি প্রতিযোগিতায় পূর্ণিমা থাকছেন বিচারক হিসেবে। এ আয়োজনে পাশাপাশি ব্যস্ত আছেন উপস্থাপনায়। সব মিলিয়ে ব্যস্ততার মধ্যেই যাচ্ছে তার।
‘নেক্সট ইউটিউবার’-এর বিচারক হওয়া প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘শুধু বিচারক হিসেবে নয়, দর্শক হিসেবেও বলতে চাই, ‘নেক্সট ইউটিউবার’-এর প্রতিযোগী তরুণদের অনেকে সম্ভাবনাময়। দারুণ সব আয়োজন করেছে তারা, যা দেখে অন্যরাও উজ্জীবিত হচ্ছে। প্রযুক্তির সাহায্যে নানা আয়োজন হতে পারে। কোন বিষয় কতটা বৈচিত্র্যময় ও নান্দনিক করে তুলে ধরা যায়- তার উদাহরণ তুলে ধরছে তারা।’
উপস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ‘উপস্থাপনা আমার মন্দ লাগছে না। পেশাদার উপস্থাপক হওয়ার ইচ্ছা কখনোই ছিল না। উপস্থাপনা করে দর্শকের প্রশংসায় ভাসব- এমন স্বপ্নও দেখিনি। ভালো লাগা থেকেই ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানটি উপস্থাপনা শুরু করেছিলাম। উপস্থাপনা করে অসংখ্য দর্শকের সাড়া পেয়েছি। এটাই আমার কাছে বড় প্রাপ্তি।’
নতুন চলচ্চিত্র প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘গত মাসেই ‘জ্যাম’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকার কারণে নির্মাতা শুটিং পিছিয়ে দিয়েছেন। যতদূর জানি, পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল আগামী ১১ নভেম্বর পুবাইলে ‘জ্যাম’ সিনেমার শুটিং শুরু করবেন। পাশাপাশি এ মাসেই শুরু হবে ‘গাঙচিল’ সিনেমার শুটিং।’
এসএ/