ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

শূন্যে ভাসছে কল, অঝোরে পড়ছে পানি!

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

দেখে মনে হবে তুঘলকি কাণ্ড। কোনো সংযোগ পাইপ নেই, অথচ কল থেকে অবিরাম পানি পড়ে চলেছে! কলের মুখ হাওয়ায় ভাসছে, তা থেকে অঝোর ধারায় পানি পড়েই চলেছে।

আশ্চর্য হলেও এ রকম কল আমেরিকা, কানাডা, স্পেন ও বেলজিয়ামের পার্কগুলিতে অহরহ দেখা যায়। পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় এই ম্যাজিক কল।

অনেকের মনেই প্রশ্ন উঠবে এমনটা কী করে সম্ভব? কোনো অবলম্বন ছাড়াই কলগুলো কীভাবে দাঁড়িয়ে রয়েছে? আসলে এটা চোখের ভ্রম।

আসল বিষয়টা হল, বিশাল কলের মুখগুলো লম্বা কাচের নলের মাধ্যমে যুক্ত। স্বচ্ছ হওয়ায় কল থেকে পানি পড়ার কারণে দর্শকদের কাছে সেটা অদৃশ্য বলে মনে হয়।

ওই কাচের নলটি পানির পাম্পের সঙ্গে যুক্ত। সেই পাম্প থেকে পানি ওই কাচের নল দিয়ে উপরের দিকে উঠে কলের মুখে ধাক্কা খেয়ে আবার নীচের দিকে নেমে আসে।

ফলে যারা এই ম্যাজিক কল দেখছেন তাঁদের মধ্যে একটা ভ্রম তৈরি হয়। মনে হয় কলগুলি যেন হাওয়ায় ভাসছে। এমন অদ্ভুত কল রয়েছে আমেরিকা, কানাডা, স্পেন ও বেলজিয়ামের পার্কগুলিতে।

সূত্র : ডয়েচে ভেলে।

/ এআর /