ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

অবসর নিলেন আম্বাতি রায়ডু

প্রকাশিত : ০৯:১০ এএম, ৪ নভেম্বর ২০১৮ রবিবার

এবার অবসরের ঘোষণা দিলেন আম্বাতি রায়ডু। তবে শর্টার ফরম্যাট থেকে নয়, প্রথমশ্রেণির ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার এই ওয়ানডে স্পেশালিস্টের। টেস্ট ও রঞ্জি ট্রফি থেকে সরে দাঁড়ালেও ওয়ানডে এবং টি-২০ খেলে যাবেন হায়দরাবাদের এই ডানহাতি ব্যাটসম্যান।
তিনি ২০১৩-০৪ সাথে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন কিন্তু টেস্ট অভিশেষেকের আগেই দল থেকে বাদ পড়েন।
এদিকে, চিঠিতে রায়ডু লিখেছেন, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটে খেলে যাব। আমাকে খেলার সুযোগ দেয়ার জন্য বিসিসিআই, এইচসিএ এবং বরোদা ও বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই।’
২০০১-এ প্রথমশ্রেণি ক্রিকেটে অভিষেক হওয়া রায়ডু ৯৭টি ম্যাচে ১৬টি শ` রানসহ ৬১৫১ রান করেন তিনি। সর্বোচ্চ স্কোর ২১০। গড় ৪৫.৫৬। পাঁচ বছর আগে হারারেতে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় রায়ডুর।
এসএ/