ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০১:৪৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৬ সোমবার

একাত্তরে রণাঙ্গণের যোদ্ধা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটিতে হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন নূর মোহাম্মদ শেখ। স্বাধীনতার পর আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয় অকুতোভয় যোদ্ধা নূর মোহাম্মদকে। তবে, জন্মস্থান নড়াইলে তার স্মৃতির অনেক কিছুই এখনো অবহেলিত। ১৯৩৬ সালের ২৬ ফেব্র“য়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্ম হয় নূর মোহাম্মদ শেখের। ১৯৭১ সালে দেশ মাতৃকার মুক্তির লক্ষে স্বাধীনতা যুদ্ধে যোগ দেন তৎকালীন ইপিআর এর এই সদস্য। পরে প্রাণ হারান সম্মুখ সমরে। যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামে সমাহিত করা হয় তাকে। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য ২০০৮ সালে ‘মহিষখোলা’ গ্রামের নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদ নগর’ করা হয়। এরপর থেকে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করে গ্রামটিতে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতি রক্ষায় নির্মাণ করা হয় গ্রন্থাগার, জাদুঘর এবং স্মৃতিস্তম্ভ। প্রতিষ্ঠিত হয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ। বিদ্যালয়টি এমপিওভুক্ত হলেও, কলেজটি এখনো এমপিওভুক্ত হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা। এছাড়া, অযত্ম-অবহেলায় পড়ে আছে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের বই আর তার ব্যবহৃত জিনিসপত্র। নূর মোহাম্মদের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণের দাবি জানিয়েছেন তার স্ত্রীসহ এলাকাবাসী। এ’ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। জাতির এই অনন্য সন্তানের স্মৃতি সংরক্ষণের মাধ্যমে দেশপ্রেমের নজির নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছে এলাকাবাসী।